You dont have javascript enabled! Please enable it! 1966.04.19 | পাকিস্তান প্রতিরক্ষা আইনে যশােরে শেখ মুজিবর রহমান গ্রেপ্তার ও জামিনে মুক্তি | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৯শে এপ্রিল ১৯৬৬

পাকিস্তান প্রতিরক্ষা আইনে যশােরে
শেখ মুজিবর রহমান গ্রেপ্তার ও জামিনে মুক্তি

ঢাকা, ১৮ই এপ্রিল (পি,পি,এ)। -পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমানকে অদ্য যশােরে পাকিস্তান প্রতিরক্ষা আইনে গ্রেফতার করা হয় এবং তাঁহাকে অতঃপর জামীনে মুক্তি দেওয়া হয়।
প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আবদুল মালেকের এজলাসে হাজির হইবার জন্য শেখ মুজিবর রহমান অদ্য ঢাকা প্রত্যাগমন করেন। তাঁহার বিরুদ্ধে পাবলিক সেফটি অর্ডিন্যান্স (নিরাপত্তা আইন অনুযায়ী একটি মামলা উক্ত এজলাসে চলিতেছে। ঢাকার আওয়ামী লীগ মহল হইতে বলা হয় যে, অদ্য (সােমবার) ভােরে শেখ মুজিবর রহমানকে পাকিস্তান প্রতিরক্ষা আইনের ৪৭ নং ধারায় ৫নং উপধারা বলে গ্রেফতার করা হইয়াছিল।
কয়েকদিন পূর্বে পল্টন ময়দানে বক্তৃতাদানকালে শেখ মুজিবর রহমান পাকিস্তান প্রতিরক্ষা আইন লংঘন করিয়াছিলেন এই অভিযােগে রমনা পুলিশ গতকাল তাহার বিরুদ্ধে এক মামলা দায়ের করেন। গ্রেফতারের পর যশাের সদরের মহকুমা হাকিম জনাব সুলতান তাঁহাকে জামিন দান প্রসঙ্গে বলেন যে, তিনি (শেখ মুজিব) একজন পরিচিতি জননেতা এবং অপর একটি মামলায় ম্যাজিষ্ট্রেটের এজলাসে হাজির হইবার জন্য যাহাতে তিনি ঢাকা গমন করিতে পারেন, তজ্জন্য তাঁহাকে জামিন দেওয়া হইয়াছে।
শেখ মুজিবর রহমানকে যশাের সদর মহকুমা হাকিমের এজলাসে বেলা ১০টার সময় হাজির করা হয় এবং সাড়ে ১২টার সময় জামিন দেওয়া হয়, ৫ হাজার টাকা এবং একজন আইনজীবীসহ দু’জন স্থানীয় সিকিউরিটির বিনিময়ে তাঁহাকে জামিন দেওয়া হয়। প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী ও এডভােকেট জনাব মসিহুর রহমান তাঁহার জামিনের দরখাস্ত পেশ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব