দৈনিক ইত্তেফাক
১৩ই এপ্রিল ১৯৬৬
‘মুজিবের সঙ্গে আলােচনায় রাজী আছি
-ভুট্টো
গতরাত্রে (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রী জনাব জেড, এ, ভুট্টো তেজগাঁও বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলােচনাকালে বলেন যে, প্রদেশে সাম্প্রতিক সফরকালে ৬-দফা অথবা অন্য যে-কোন প্রশ্ন সম্পর্কে তিনি শেখ মুজিবর রহমানের সঙ্গে আলােচনা করিতে রাজী আছেন। সাংবাদিকদের প্রশ্নের জওয়াবে জনাব ভুট্টো বলেন যে, তিনি একই মঞ্চ হইতে এই আলােচনা করিতে আগ্রহী রহিয়াছেন। জনাব ভুট্টো বলেন যে, চীনা রাষ্ট্রপ্রধান লিউ শাও চী’র সফর উপলক্ষে তিনি সপ্তাহকাল এখানে অবস্থান করিবেন। তিনি আরও বলেন যে, সম্মানিত অতিথিদের এখানে অবস্থানকালে আমি যে শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করিতে সক্ষম হইব না, তাহা তিনি উপলব্ধি করিতে পারিবেন বলিয়া আমি আশা করি। তিনি অবশ্য সহাস্যে বলেন যে, চীনা রাষ্ট্রপ্রধানের ঢাকা ত্যাগের পর আমি তাহার সঙ্গে সাক্ষাৎ করিব বলিয়া আশা করি। —পি,পি,এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব