You dont have javascript enabled! Please enable it! 1966.04.09 | আওয়ামী লীগের উদ্যোগে পথসভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৯ই এপ্রিল ১৯৬৬

আওয়ামী লীগের উদ্যোগে পথসভা
(ষ্টাফ রিপাের্টার)

বিভিন্ন দাবী-দাওয়ার ভিত্তিতে ঢাকা শহর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার রাজপথে পথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ অফিস হইতে আওয়ামী লীগ কর্মীদের মিছিল প্রথম বায়তুল মােকাররম, জিন্নাহ এভিনিউ এবং নবাবপুরে গমন করে। এই সকল স্থানে পথসভায় কর্মির্গণের মিছিলে জনসাধারণও শরীক হন। মিছিলে কর্মী-জনতা বিভিন্ন শ্লোগান দেন।

রবিবার আবার পথসভা
আগামীকাল (রবিবার) আবার আওয়ামী লীগ কর্মীদের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হইবে। আওয়ামী লীগ কর্মিগণকে আগামীকাল বিকাল ৪টায় ১৫, পুরানা পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে সমবেত হওয়ার আহ্বান জানান হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব