You dont have javascript enabled! Please enable it! 1966.03.22 | পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবীর প্রতি মালিক সরফরাজের পূর্ণ সমর্থন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২২শে মার্চ ১৯৬৬

পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবীর প্রতি
মালিক সরফরাজের পূর্ণ সমর্থন
(ষ্টাফ রিপাের্টার)

লাহাের, ১৯ শে মার্চ।- নিখিল পাকিস্তান জাতীয় সম্মেলনের আহ্বায়ক কমিটির সেক্রেটারী জেনারেল মালিক হামিদ সরফরাজ পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন ও স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়িয়া তােলার ন্যায়সঙ্গত দাবীর প্রতি বিরােধী দলের পক্ষ হইতে অদ্য পূর্ণ সমর্থন জানান।
এখানে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি শেখ মুজিবর রহমানের ৬-দফা দাবীর সহিত বিরােধী দলের মতদ্বৈধতার পরিষ্কার ব্যাখ্যাদান করেন এবং প্রসঙ্গতঃ ১৯৫৬ সালের শাসনতন্ত্রের প্রতি মরহুম হােসেন শহীদ সােহরাওয়ার্দীর দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন যে, প্রেসিডেন্ট আইয়ুব খান কর্তৃক পূর্ব পাকিস্তানে শেখ মুজিবর রহমানের ৬-দফা কর্মসূচী সম্পর্কে মন্তব্যমূলক বক্তৃতার বক্তব্য তিনি মনােযােগ সহকারে লক্ষ্য করিয়াছেন। —পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব