সংবাদ
২৫শে মার্চ ১৯৬৬
৬-দফার সমর্থনে পশ্চিম পাকিস্তানী আওয়ামী লীগ নেতা
করাচী, ২৪শে মার্চ।-করাচী প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব খলিল আহমদ তিরমিজি সম্প্রতি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সম্মেলনে যােগদান করেন। গত ৮ই মার্চ হইতে ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি সংবাদপত্রে প্রকাশার্থ নিম্নলিখিত বিবৃতি দান করেনঃ-
গত কয়েক সপ্তাহ হইল শেখ মুজিবর রহমান তাঁহার ৬-দফা কর্মসূচী ঘােষণা করিয়াছেন। সরকারী মহল ও কতিপয় তথাকথিত পশ্চিম পাকিস্তানী নেতা ৬-দফার তীব্র সমালােচনা করিয়াছেন। তাঁহাদের বিরােধিতা বােধগম্য। এইসব নেতৃবৃন্দই অতীতে বহু বৎসর যাবৎ পূর্ব পাকিস্তানের ৫ কোটি ৬০ লক্ষ লােকের দুর্দশায় কুম্ভিরা বর্ষণ করিয়াছেন। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিদের উপনিবেশে পরিণত হইয়াছে। ১৭ দিনের যুদ্ধের সময়ে পূর্ব পাকিস্তানীগণ হতবুদ্ধি ও অসহায় অবস্থায় এবং সম্পূর্ণরূপে নিজেদের ভাগ্যের উপর নির্ভর করিয়া দিন কাটাইয়াছে। ইহা ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগােলিক ও প্রতিরক্ষার খাতিরে প্রাদেশিক নেতৃবৃন্দ ৬-দফা কর্মসূচী প্রণয়ন করিতে বাধ্য হইয়াছেন। পূর্ব পাকিস্তান দেশের অপর অংশ হইতে ১২ শত মাইল দূরে অবস্থিত। মধ্যখানে বিশাল বৈদেশিক ভূমি রহিয়াছে। এই অবস্থায় প্রতিরক্ষা, অর্থনীতি ও প্রশাসন ক্ষেত্রে স্বাধীন হইলেই শুধুমাত্র পূর্ব পাকিস্তান টিকিয়া থাকিতে পারে। ইহা ছাড়া ১৯৪০ সনের প্রস্তাব প্রদেশের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের ভিত্তিতেই রচিত হয়। ১৯৪০ সনের লাহাের প্রস্তাবের প্রণেতাগণ মনে উপরােল্লিখিত বিপদ সম্পর্কে সজাগ ছিলেন। আঞ্চলিক স্বায়ত্তশাসনই উক্ত প্রস্তাবের মূখ্য বিষয়।
আমার স্থির বিশ্বাস যে, পশ্চিম পাকিস্তানের জনগণ আজ হউক বা কাল হউক, এই কর্মসূচীর সূফল বুঝিতে পারিবেন এবং উহার প্রতি পূর্ণ সমর্থন দান করিবেন। প্রকৃত প্রস্তাবে ৬-দফা কর্মসূচী পাকিস্তানের ১০ কোটি লােকের সকলের জন্যই প্রণয়ন করা হইয়াছে। কতিপয় পুঁজিপতি নিজেদের স্বার্থহানীর ভয়ে ইহার সমালােচনা শুরু করিয়াছেন। অতীতেও যখনই তাহাদের স্বার্থ হানির আশংকা দেখা দিয়াছে, তখনই তাঁহারা সমালােচনা মুখর হইয়া উঠিয়াছেন। জনগণের ভাগ্যোন্নয়নের কাজে তাহারা সব সময়ই বিশ্বাসঘাতকতা করিয়াছেন। বর্তমান ৬ দফার ক্ষেত্রেও তাহার ব্যতিক্রম হইবে না।
আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, জনগণ এইসব তথাকথিত দেশপ্রেমিকদের হীন কার্যাবলীর প্রতি নজর রাখিবেন এবং দৃঢ়তার সহিত ৬দফা কর্মসূচীর প্রতি সমর্থন জানাইবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব