দৈনিক পাকিস্তান
৬ই মার্চ ১৯৬৬
শেখ মুজিবের প্রস্তাবে জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হইবে : লুন্দখাের
পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মােহাম্মদ লুখাের গতরাত্রে ঢাকায় এক বিবৃতিতে বলেন যে, শেখ মুজিব তাহার ছয়দফার একটিতে ইউনিটগুলিকে ব্যাপকতর ক্ষমতাদানের যে প্রস্তাব করিয়াছেন তিনি সেই প্রস্তাবটির বিরােধী।
তিনি বলেন যে, ইউনিটগুলিকে অধিকতর ক্ষমতা দেওয়া হইলে বৈদেশিক সম্পর্ক ও অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দূর্বল হইয়া পড়িবে । শেখ মুজিবের প্রস্তাবে দেশটি কনফেডারেশনে পরিণত হইবে এবং উহাতে জাতীয় সংহতি ক্ষুন্ন হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব