দৈনিক ইত্তেফাক
৭ই মার্চ ১৯৬৬
৬-দফা দাবী আমাদের জীবন-মরণ প্রশ্ন
ঢাকা জেলা আওয়ামী লীগের সভায় শেখ মুজিবের বক্তৃতা
(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য (রবিবার) দ্বিপ্রহরে ঢাকা জেলা বার লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা জেলা আওয়ামী লীগের কাউন্সিল সভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ৬-দফা দাবীকে পূর্ব পাকিস্তানের তথা গােটা পাকিস্তানের বঞ্চিত দশ কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন বলিয়া অভিহিত করেন। তিনি বলেন যে, ৬-দফা দাবী বাস্তবায়িত হইলে পাকিস্তান শক্তিশালী হইবে। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল হক। সম্মেলনে পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহির উদ্দিন ও আওয়ামী লীগ নেতা খােন্দকার মােশতাক আহমদও বক্তৃতাদান করেন। বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান বলেন, এমন দিন দূরে নয়, যখন সকল মহল ৬-দফা দাবী মানিয়া লইবেন, শুধু তাহাই নয়, এই দাবী আদায়ের নিয়মতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে শরিক হইবেন। শেখ মুজিবর রহমান। ৬-দফা দাবী আদায়ের জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার এবং যে কোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকিতে আমাদের প্রতি আহ্বান জানান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব