দৈনিক ইত্তেফাক
১৬ই মার্চ ১৯৬৬
করাচী আওয়ামী লীগ কর্তৃক ৬-দফা সমর্থন
করাচী, ১৫ই মার্চ। করাচী প্রাদেশিক আওয়ামী লীগের কার্যকরী কমিটি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমানের ৬-দফা কর্মসূচীর প্রতি এক প্রস্তাবে সমর্থন জ্ঞাপন করেন।
শেখ মনজুরুল হকের সভাপতিত্বে গতকাল কমিটির তিনদিনব্যাপী বৈঠক শেষ হয়। কমিটির এক প্রস্তাবে বলা হয়ঃ ভৌগােলিক ও অর্থনৈতিক বিচারে ৬-দফা দেশের উভয় অঞ্চলের জন্যই সুবিধাজনক। প্রস্তাবে বলা হয়ঃ ৬-দফা নূতন কিছু নয়। ঐতিহাসিক লাহাের প্রস্তাব, ‘৪৬ সালের দিল্লী প্রস্তাব, ‘৫০ সালের নিখিল পাকিস্তান রাজনৈতিক সম্মেলন এবং ১৯৫৪ সালে মরহুম সােহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১-দফার মধ্যে ইহার ভিত্তি রহিয়াছে।
কমিটি শেখ মুজিবের ৬-দফা পুরাপুরি গ্রহণের জন্য এবং তাহার ভিত্তিতে প্রয়ােজনীয় শাসনতান্ত্রিক পরিবর্তন সাধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এক প্রস্তাবে শেখ মুজিবের ৬-দফা সম্পর্কে কিছু সংখ্যক লােকের দায়িত্বহীন ও বিভেদাত্মক বক্তৃতা-বিবৃতির নিন্দা করা হয়। যুক্তি ও সততার খাতিরে ৬-দফা কর্মসূচীর বাস্তবতা স্বীকার করিয়া লওয়ার জন্য প্রস্তাবে আহবান জ্ঞাপন করা হয় এবং বলা হয় যে, ৬-দফার মধ্যে সারাদেশের মুক্তি ও সংহতি নির্ভরশীল। এক প্রস্তাবে পাকিস্তান দেশরক্ষা আইনে সম্প্রতি ধৃত রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অমানুষিক দুর্ব্যবহারের নিন্দা করা হয়। জেলে অনশন ধর্মঘটরত থাকা খাজা মােহাম্মদ রফিকের সঙ্গত দাবী মানিয়া লওয়ার জন্যও সরকারকে অনুরােধ জ্ঞাপন করা হয়। – পি,পি, এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব