You dont have javascript enabled! Please enable it! 1966.03.18 | ৬-দফা পাকিস্তানের সংহতি আরও জোরদার করিবে- বিভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের যুক্ত বিবৃতি | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৮ই মার্চ ১৯৬৬

৬-দফা পাকিস্তানের সংহতি আরও জোরদার করিবে
বিভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের যুক্ত বিবৃতি
(নিজস্ব সংবাদদাতা)

মুক্তাগাছা, ১৬ই মার্চ।- আওয়ামী লীগ নেতা জনাব শেখ মুজিবর রহমান বিগত ১০ই মার্চ মুক্তাগাছায় অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতাদান প্রসঙ্গে ৬-দফা দাবীর ব্যাখ্যাদান করার পর এখানকার বিরােধী রাজনৈতিক মহলে বিশেষ তৎপরতা পরিলক্ষিত হইতেছে।
ইতিমধ্যেই স্থানীয় তিনজন মৌলিক গণতন্ত্রী এবং নেজামে ইসলাম ও কাউন্সিল মুসলিম লীগ নেতৃবৃন্দ ৬-দফার প্রতি তাঁহাদের অকুণ্ঠ সমর্থন জানাইয়া সংবাদপত্রে এক যুক্ত বিবৃতি প্রদান করিয়াছেন।
বিবৃতিতে তাঁহারা বলেন, “৬-দফা দাবী পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি নষ্ট তাে করিবেই না, বরং ৬-দফা দাবী পূরণের মাধ্যমে পাকিস্তান আরাে শক্তিশালী ও দৃঢ় ভিত্তির উপর গড়িয়া উঠিবে।”
পরিশেষে তাঁহারা পূর্ব বাংলার সাড়ে ৫ কোটি মানুষের স্বার্থে ৬-দফা দাবীর মর্ম অনুধাবনের জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি অনুরােধ জানান।
বিবৃতিতে নিম্নোক্ত ব্যক্তিবর্গ স্বাক্ষরদান করেনঃ- খােন্দকার আবদুল মালেক (মৌলিক গণতন্ত্রী), মােঃ মিজানুর রহমান (ঐ); মােঃ আবদুল করিম (ঐ, ৬নং ইউ, সি); মওলানা সৈয়দ মগজুর হােসেন খােরাসানী (নেজামে ইসলাম); খােন্দকার আজিজুর রহমান (কাউন্সিল মুসলিম লীগ সম্পাদক) ও ডাঃ এ, সামাদ (ঐ, সহ-সভাপতি)।
পটুয়াখালী
গত রবিবার কাজী আবুল কাশেমের সভাপতিত্বে পটুয়াখালী মহকুমা আওয়ামী লীগের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ মুজিবের ৬-দফা প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন, দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহার, আওয়ামী লীগ সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খানসহ সকল রাজবন্দীর আশু মুক্তি, অধ্যক্ষ ডঃ আবু মাহমুদের উপর হামলার তীব্র নিন্দা, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত অনুষ্ঠান এবং ডঃ মাহমুদের উপর হামলাকারী গুণ্ডাদের কঠোরহস্তে দমনের জোর দাবী জানানাে হয়। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ব্যক্তিগণ পটুয়াখালী মহকুমা আওয়ামী লীগ কার্যকরী সংসদের কর্মকর্তা নির্বাচিত হনঃ
সভাপতি-কাজী আবুল কাশেম (উকিল); সহ-সভাপতি-আবদুল বারেক মিয়া, জয়নাল আবেদীন সিকদার ও মােঃ ইসমাইল তালুকদার; সাধারণ সম্পাদক-খােন্দকার আবদুল আজিজ (উকিল); সহসম্পাদক-এ,বি, এম, নূরুল হক (উকিল), আবদুস সামাদ সিকদার (মােক্তার) ও আনােয়ার হােসেন তালুকদার; কোষাধ্যক্ষ-মুজিবর রহমান। তালুকদার; সাংগঠনিক সম্পাদক-হাফিজুর রহমান (উকিল); দফতর সম্পাদক গাজী আজাহার উদ্দিন (মােক্তার) এবং ১৮ জনকে কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব