দৈনিক পয়গাম
৩রা মার্চ ১৯৬৬
মুজিবের ৬ দফা দেশের ঐক্য ও সংহতির পক্ষে বিপজ্জনক
হাটহাজারীর জনসভায় চৌধুরী মােহাম্মদ আলীর মন্তব্য
চট্টগ্রাম, ২রা মার্চ।-পাকিস্তান নেজাম-ই-ইসলামী পার্টি প্রধান চৌধুরী মােহাম্মদ আলী গতকল্য এখানে বলেন যে, শেখ মুজিবর রহমানের ৬ দফা প্রস্তাব পাকিস্তানের ঐক্য ও সংহতির পক্ষে বিপজ্জক।
তিনি গতকল্য এখান হইতে ১৬ মাইল দূরবর্তী হাটহাজারী ডাকবাংলাের প্রাঙ্গণে এক জনসভায় বক্তৃতা দিতেছিলেন।
চৌধুরী মােহাম্মদ আলী বলেন যে, এই ৬ দফা কর্মসূচী পাকিস্তানের সংহতি বিনষ্ট ও দেশকে দুর্বল করিবে। এই ৬ দফার মাধ্যমে দেশের উভয় অংশকে বিচ্ছিন্ন করা হইবে এবং দেশের শত্রুদের কার্য সহায়ক হইবে।
এই প্রসঙ্গে তিনি ১৯৫৬ সালের শাসনতন্ত্রের বিভিন্ন দিকের উপর আলােকপাত করেন এবং বয়স্ক ভােটাধিকারের পক্ষে সুপারিশ করেন। -এ,পি,পি।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব