You dont have javascript enabled! Please enable it! 1966.03.05 | ১০ই মার্চ শেখ মুজিবের মুক্তাগাছা সফর | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৫ই মার্চ ১৯৬৬

১০ই মার্চ শেখ মুজিবের মুক্তাগাছা সফর
(নিজস্ব সংবাদদাতা)

মুক্তাগাছা, ২রা মার্চ। -আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান আগামী ১০ই মার্চ খােন্দকার মােশতাক আহমদ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, প্রাদেশিক পরিষদের বিরােধী দলের নেতা জনাব আবদুল মালেক, জাতীয় পরিষদ সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব এ, বি, এম, নূরুল ইসলাম এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব রফিকউদ্দিন ভূঁইয়া প্রমুখ নেতৃ সমভিব্যাহারে মুক্তাগাছা আগমন করিতেছেন।
নেতৃবৃন্দ ঐদিন বিকাল সাড়ে ৩টায় দরিচারানীর বাজার ময়দানে আয়ােজিত এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে ৬-দফার ব্যাখ্যাদান করিবেন। নেতৃবৃন্দকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য ইতিমধ্যেই থানা আওয়ামী লীগ সভাপতি জনাব ইয়াকুব আলীকে সভাপতি করিয়া ৫৪-সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব