দৈনিক পয়গাম
২০শে ফেব্রুয়ারি ১৯৬৬
মুজিবের ৬ দফা কর্মসূচী দেশের সংহতি বিনষ্ট করিবে
চট্টগ্রামের জনসভায় মওলানা মওদুদীর উক্তি
চট্টগ্রাম, ১৫ই ফেব্রুয়ারী। জামাতে ইসলামী প্রধান মওলানা আবুল আলা। মওদুদী অদ্য এখানে বলেন যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের ৬ দফা কর্মসূচি পাকিস্তানের সংহতি বিনষ্ট ও দেশকে দুর্বল করিবে।
মওলানা মওদুদী অদ্য স্থানীয় লালদিঘী ময়দানে এক জনসভায় ভাষণদান করিতেছেন।
জামাতে ইসলামী প্রধান বলেন, শেখ মুজিবর রহমানের পরিকল্পনা পূর্ব পাকিস্তানকে বহিশত্রুর আক্রমণের শিকারে পরিণত করিবে।
তিনি উল্লেখ করেন যে, ৬ দফা কর্মসূচী পাকিস্তানের উভয় অংশের জনগণের ঐক্য ও সংহতির প্রতি একটি মারাত্মক আঘাত স্বরূপ।
মওলানা মওদুদী বলেন যে, শেখ মুজিবের ৬ দফা কর্মসূচীতে ফেডারেশন ভুক্ত কর্তৃপক্ষকে অধিকতর ক্ষমতা প্রদানের ব্যবস্থা করা হইয়াছে এবং ইহা জাতীয় সংহতি নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে শাসনতান্ত্রীক কাঠামাের প্রেক্ষিতে ক্ষতিকর। এই ৬ দফা কর্মসূচী দেশের উভয় অংশের নৈকট্যের প্রতিও হুমকী স্বরূপ এবং ইহা কখনও একটি শক্তিশালী পাকিস্তান গঠনের পক্ষ সহায়ক নহে বলিয়াও তিনি মন্তব্য করেন।
মওলানা মওদুদী বলেন, জনগণের সম্মুখে এহেন কর্মসূচী তুলিয়া ধরার মত এখনও সময় আসে নাই। -এ,পি,পি।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব