দৈনিক ইত্তেফাক
২৬শে ফেব্রুয়ারী ১৯৬৬
শেখ মুজিবের ৬-দফা
জাতীয় পরিষদ সদস্যের পূর্ণ সমর্থন
(নিজস্ব সংবাদদাতা)
রাজশাহী, ২৪শে ফেব্রুয়ারী।- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য জনাব এ, এইচ, এম, কামরুজ্জামান শেখ মুজিবের ছয়দফা প্রস্তাবের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাইয়া ধীরস্থিরভাবে প্রস্তাবসমূহ বিবেচনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাইয়াছেন।
এক বিবৃতিতে তিনি বলেন যে, শেখ মুজিব যে ছয়দফা সুস্পষ্ট প্রস্তাব উত্থাপন করিয়াছেন তাহা দেশের প্রত্যেকটি চিন্তাশীল ব্যক্তির সুস্থিরভাবে চিন্তা করিয়া দেখা উচিত। তিনি আরও বলেন যে, পাকিস্তানের উভয় অংশে ঐক্য ও সংহতি আরও মজবুত করিতে হইলে উভয় অঞ্চলকেই সুখী ও সমৃদ্ধিশালী করিয়া গড়িয়া তুলিতে হইবে। এই জন্যই দেশে প্রকৃত ফেডারেল ধরনের সরকার গঠনের প্রয়ােজন অনস্বীকার্য। উপরন্তু পাকিস্তানের উভয় প্রদেশের সুষম উন্নয়নের মধ্যেই জাতীয় সংহতি ও অখণ্ডতার আদর্শ বিদ্যমান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ ডক্টর আবু মাহমুদের উপর পরিচালিত বর্বরােচিত হামলার তীব্র নিন্দা করিয়া হাইকোর্টের একজন বিচারপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ সমবায়ে একটি তদন্ত কমিশন গঠনের দাবী জানাইয়াছেন। তিনি পশ্চিম পাকিস্তানে রাজনৈতিক ধরপাকড়েরও প্রতিবাদ করিয়াছেন।
বরিশাল
কোন কোন মহল পূর্ব পাক আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবের ৬-দফা প্রস্তাবের অপব্যাখ্যা করায় বরিশালের বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্র ও গণমানসে তীব্র অসন্তোষ দেখা দিয়াছে। স্থানীয় রাজনীতিকগণ বলেন যে, এই ৬-দফা প্রস্তাব পূর্ব পাকিস্তানের সাড়ে পাঁচ কোটি আবাল-বৃদ্ধ-বনিতার প্রাণের দাবী এবং এ দাবী অবশ্যই পূর্ণ করিতে হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব