You dont have javascript enabled! Please enable it! 1965.11.18 | আওয়ামী লীগের উদ্যোগে আহূত জনসভা স্থগিত | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৮ই নভেম্বর ১৯৬৫

আওয়ামী লীগের উদ্যোগে আহূত জনসভা স্থগিত

(নিজস্ব বার্তা পরিবেশক)
আওয়ামী লীগের উদ্যোগে আগামী রবিবার পল্টন ময়দানে যে জনসভা অনুষ্ঠানের কথা ছিল উহা স্থগিত রাখা হইয়াছে। এ সম্পর্কে ঢাকা শহর আওয়ামী লীগের পক্ষ হইতে প্রচারিত এক প্রেস রিলিজে বলা হয় যে, উক্ত সভার প্রধান বক্তা শেখ মুজিবর রহমানের গুরুতর অসুস্থতার পরিপ্রেক্ষিতে উক্ত সভা স্থগিত রাখা হইয়াছে। শেখ সাহেবের রােগমুক্তির পর সভার নূতন তারিখ ঘােষণা করা হইবে বলিয়া উক্ত প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
প্রাদেশিক আওয়ামী লীগের তরফ হইতে প্রচারিত অপর প্রেস রিলিজে বলা হয় যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গত ১৫ই নভেম্বর হইতে গুরুতর পীড়ায় শয্যাশায়ী রহিয়াছেন। ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিনের অধ্যাপক ডাঃ এস, রব ও বিশিষ্ট প্যাথলজিষ্ট ডাঃ এম, এ ওয়াদুদসহ কয়েকজন চিকিৎসক তাঁহার চিকিৎসা করিতেছেন। শেখ সাহেবের অবস্থার এখন পর্যন্ত কোন উল্লেখযােগ্য উন্নতি হয় নাই বলিয়া জানা গিয়াছে। চিকিৎসকগণ তাঁহাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব