দৈনিক ইত্তেফাক
২২শে অক্টোবর ১৯৬৫
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সভা
(ষ্টাফ রিপাের্টার)
গত বুধবার নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তােফাজ্জল হােসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় শহর আওয়ামী লীগের পুনর্গঠনের বিষয় বিবেচনা করা হয়। সভায় নবেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জ মিউনিসিপ্যাল এলাকায় সকল ইউনিয়ন কমিটির পুনর্গঠনের কাজ সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই পরিপ্রেক্ষিতে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিটের নির্বাচন পরিচালনার জন্য প্রতি ইউনিয়নের তিন ব্যক্তির উপর দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান বিশেষ আমন্ত্রণক্রমে সভায় উপস্থিত ছিলেন। তিনি পাকিস্তানের উপর ভারতের হামলাসহ দেশের বর্তমান পরিস্থিতি পর্যালােচনা করেন। তিনি হামলা প্রতিরােধে সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং যুদ্ধের ব্যাপারে সমগ্র জাতির অপূর্ব সাড়ার ভূয়সী প্রশংসা করেন। বর্তমান সমস্যার মূল কারণ তথা কাশ্মীরে অবাধ ও নিরপেক্ষ গণভােট অনুষ্ঠানের ব্যাপারে জাতিসংঘের দুর্বল ভূমিকার দরুন যে উত্তেজনা বজায় রহিয়াছে। তৎসম্পর্কে তিনি কর্মীদের সচেতন থাকিতে আহ্বান জানান। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কর্মিগণ বেসামরিক দেশরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করায় শেখ মুজিবর রহমান সন্তোষ প্রকাশ করেন। সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব