সংবাদ
১৪ই নভেম্বর ১৯৬৫
রােডেশিয়ার প্রশ্নে ঢাকায় প্রতিক্রিয়া
ঢাকা, ১২ই নবেম্বর (পি,পি,এ)। পূর্ব পাকিস্তানের বিভিন্ন মহল রােডেশিয়ার শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের একতরফা স্বাধীনতা ঘােষণার তীব্র নিন্দা করেন।
বর্ণবৈষম্যবাদী স্মিথ সরকারের একক স্বাধীনতা ঘােষণার সংবাদে এখানকার রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও ছাত্রবৃন্দ গভীর দুঃখ প্রকাশ করেন।
পাকিস্তানের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জাতিসঙ্ঘের সনদ অনুযায়ী বিশ্বের নিপীড়িত জনগণকে আত্মনিয়ন্ত্রণাধিকারের নিরাপত্তা প্রদান করা উচিত।
শেখ মুজিবর রহমান
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান। রােডেশিয়ার একতরফা স্বাধীনতা ঘােষণার তীব্র নিন্দা করেন। তিনি বলেন যে, উপনিবেশবাদের দিন অতীত হইয়াছে। রােডেশিয়া হইতে শ্বেতাঙ্গদের তল্পিতল্পা গুটাইবার ইহার উপযুক্ত সময়। স্বাধীনতাপ্রিয় বিশ্ববাসী শ্বেতাঙ্গ সরকারের ধিককৃত কাৰ্য্যক্রমে নিন্দা করিবে বলিয়া তিনি আশা প্রকাশ করেন।
আসাদুজ্জামান
প্রাদেশিক পরিষদের স্বতন্ত্র গ্রুপের নেতা জনাব আসাদুজ্জামান বলেন যে, আয়ান স্মিথের একতরফা স্বাধীনতা ঘােষণা আশ্চর্যজনক নহে। কেননা, বিশ্বে এখনাে মানবিক অধিকার পদদলিত হইতেছে।
জনাব ফরিদ আহমদও শ্বেতাঙ্গ সরকারের একতরফা স্বাধীনতা ঘােষণার নিন্দা করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব