You dont have javascript enabled! Please enable it! 1965.07.27 | মুজিব কর্তৃক ভাসানীর সমালােচনা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৭শে জুলাই ১৯৬৫

মুজিব কর্তৃক ভাসানীর সমালােচনা

ঢাকা, ২৬শে জুলাই।- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবর রহমান অদ্য এক বিবৃতিতে বলেন যে, পাকিস্তানে সাহায্য স্থগিত রাখার মার্কিন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সমগ্র বিশ্বের অসমর্থন কুড়াইতেছে।
তিনি বলেন যে, আত্মমর্যাদাসম্পন্ন কোন জাতি সাম্রাজ্যবাদ বা অপরাপর কোন রাষ্ট্রের চাপের ফলে কখনাে নতি স্বীকার করে না। সেই চাপ এড়াইবার জন্য জাতি গঠনমূলক কার্যে নিজেদের সম্পদের উপরই নির্ভরশীল হইতে হয়।
তিনি বলেন যে, সাহায্য পাইতে হইলে যদি দেশের সার্বভৌমত্ব খৰ্ব্বকারী কোন শর্ত আরােপ করা হয়, তবে পাকিস্তানে সেইরূপ সাহায্যের প্রয়ােজন নাই।
তিনি এই প্রসঙ্গে তাহার দলের নীতিও ব্যাখ্যা করেন। মওলানা ভাসানীর কাৰ্য্যের সমালােচনা করিয়া তিনি বলেন যে, মওলানা ভাসানী সৰ্ব্বদাই দেশের আভ্যন্তরীণ ব্যাপার অপেক্ষা পররাষ্ট্রনীতি নিয়াই মশগুল থাকিতে প্রয়াসী। বর্তমান শাসকগােষ্ঠী তাহার অনুসৃত পররাষ্ট্রনীতিই যে অনুসরণ করিতেছেন, তাহাতেই তিনি সন্তুষ্ট রহিয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব