দৈনিক ইত্তেফাক
৭ই মে ১৯৬৫
শেখ মুজিবরের বিরুদ্ধে আনীত মামলা
স্থানান্তরের আবেদন হাইকোর্ট কর্তৃক না-মঞ্জুর
(হাইকোর্ট রিপাের্টার)
গত বুধবার ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব বাকের ও বিচারপতি জনাব এ, সােবহান চৌধুরী সমবায়ে গঠিত ডিভিশন বেঞ্চ শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব বি, আলমের আদালতে বিচারাধীন দেশদ্রোহ মামলা স্থানান্তরের আবেদনের অনুকূলে প্রদত্ত রুলকে খারিজ করিয়া দিয়াছেন।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য, ঢাকার পুলিস সুপার জনাব ইছার অভিযােগক্রমে ঢাকার অতিরিক্ত কমিশনার জনাব আলমের আদালতে পাকিস্তান দণ্ডবিধির ১২৪-ক ধারা মােতাবেক এক মামলা দায়ের করা হয়। অভিযােগপত্রে বলা হয় যে, গত ১৯৬৪ সনের ২৪শে মে আউটার স্টেডিয়ামের এক জনসভায় শেখ মুজিবর রহমান এক আপত্তিকর বক্তৃতা প্রদান করেন এবং উক্ত বক্তৃতা আইন অনুযায়ী প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে জনসাধারণের মনে ঘৃণা, হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি করে।
অতঃপর উক্ত মামলার কার্যক্রম সম্পর্কে আপত্তি উত্থাপন করিয়া ঢাকার অতিরিক্ত কমিশনার জনাব বি, আলমের আদালত হইতে অন্যত্র স্থানান্তর করিবার আবেদন করিলে হাইকোর্টে শুনানী সাপেক্ষে জনাব মুজিবর রহমানের অনুকূলে রুল প্রদান করেন।
মামলার পূর্ণ শুনানীর পর ঢাকা হাইকোর্টের উপরােক্ত ডিভিশন বেঞ্চ উক্ত মামলার স্থানান্তর আবেদন প্রত্যাখ্যান করেন।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন মিঃ সবিতা রঞ্জন পাল এবং তাঁহাকে মামলা পরিচালনা করিতে সাহায্য করেন মিঃ সুধাংশু শেখর হালদার।
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন, জে, এল, আর, জনাব আবদুল হাকিম এবং জনাব নইম উদ্দিন আহমদ।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব