দৈনিক ইত্তেফাক
২৬শে মার্চ ১৯৬৫
শেখ মুজিবের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল বা স্থানান্তরের
আবেদন অগ্রাহ্য
(হাইকোর্ট রিপাের্টার)
গতকল্য (বৃহস্পতিবার) ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব বাকের ও বিচারপতি জনাব এ, সােবহান চৌধুরী সমবায়ে গঠিত ডিভিশন বেঞ্চ শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহিতার মামলা নাকচ, অন্যথায় অন্য আদালতে স্থানান্তরের আবেদনের রায় প্রদান করিয়াছেন। বিচারপতিদ্বয় উপরােক্ত স্থানান্তরের অথবা নাকচকরণের আবেদন প্রত্যাখ্যান করিয়াছেন এবং উপরােক্ত আবেদনের অনুকূলে পূর্ব প্রদত্ত রুলকে খারিজ করিয়া দিয়াছেন।
রায়দান সমাপ্ত হইলে আবেদনকারীর কৌসুলী মিঃ বি, বি, রায় চৌধুরী সুপ্রীম কোর্টে আপীলের অনুমতি প্রার্থনা করেন। বিচারপতিদ্বয় উপরােক্ত প্রার্থনা মঞ্জুর করেন।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন মিঃ সবিতা রঞ্জন পাল এবং তাঁহাকে মামলা পরিচালনা করিতে সাহায্য করেন জনাব হুমায়ুন কবীর চৌধুরী, মিঃ বি, বি, রায় চৌধুরী এবং মিঃ সুধাংশু শেখর হালদার।
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন ডি, এল, আর জনাব আবদুল হাকিম, জনাব এ, টি, মাসুদ এবং জনাব কে, এস, নবী। (মামলায় বাদী ও বিবাদীর কৌসুলীর যুক্ত প্রদর্শনের বিবরণ আগামীকল্য প্রকাশিত হইবে।)
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব