দৈনিক ইত্তেফাক
২২শে জানুয়ারী ১৯৬৫
আওয়ামী লীগ কার্যকরী সংসদের সভা
আগামী ২৪শে জানুয়ারী ঢাকায় পাকিস্তান আওয়ামী লীগ কার্যকরী সংসদের সভা আহূত হইয়াছে বলিয়া শেখ মুজিবর রহমান অদ্য এখানে ঘােষণা করিয়াছেন। ঐদিন পূর্ব পাক আওয়ামী লীগের কার্যকরী সংসদের সভাও আহ্বান করা হইয়াছে। প্রত্যেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে সভায় যােগদানের জন্য অনুরােধ করা হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব