দৈনিক ইত্তেফাক
১৭ই জানুয়ারী ১৯৬৫
আওয়ামী লীগের সভায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালােচনা
(ইত্তেফাকের করাচীস্থ প্রতিনিধি)
১৬ই জানুয়ারী।- অদ্য সকালে লাখাম হাউজে পাকিস্তান আওয়ামী লীগ কার্যকরী সংসদের এক সভা হয়। সভায় সম্মিলিত বিরােধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর পরাজয়ের পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালােচনা করা হয়। সভাপতিত্ব করেন নবাবজাদা নসরুল্লাহ খান। শেখ মুজিবর রহমান, শাহ আজিজুর রহমান, জনাব জহীরুদ্দীন ও জনাব আবদুর রশিদ এম, এন, এ, সভায় যােগদান করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব