আজাদ
২৯শে ডিসেম্বর ১৯৬৪
সরকারী কর্মচারীদের পক্ষপাতিত্বের নিন্দা
মানিকগঞ্জে কপের সভায় কনভেনশনী গুণ্ডামীর নিন্দা
(নিজস্ব সংবাদদাতা প্রেরিত)
মানিকগঞ্জ, ২৮শে ডিসেম্বর। -অদ্য খােন্দকার মােজাম্মেল হকের সভাপতিত্বে মানিকগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিব, হাজী দানেশ, রইস উদ্দীন আহমদ প্রমুখ কপ’ নেতৃবৃন্দ বক্তৃতা দেন। আজ উপস্থিত নবনির্বাচিত মৌলিক গণতন্ত্রীগণকে মিস জিন্নাহর পক্ষে ভােট দানের জন্য আহ্বান জানানাে হয় ও বিভিন্ন স্থানে কনভেনশনী গুণ্ডা বাহিনীর হামলার নিন্দা করা হয়। শেখ মুজিবর রহমান বক্তৃতা প্রসঙ্গে আইয়ুব খানের পক্ষে সহায়তাকারী সরকারী কর্মচারীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, আগামী ২রা জানুয়ারী প্রেসিডেন্ট নির্বাচনে মিস ফাতেমা জিন্নাহ অবশ্যই জয়লাভ করিবেন। তিনি এই জনসভায় অত্যন্ত দৃঢ়তার সহিত ঘােষণা করেন যে, মিস ফাতেমা জিন্নাহর জয়লাভের পর দেশে জনসাধারণের সরকার প্রতিষ্ঠিত হইলে নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুবকে সহায়তাকারী সরকারী কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করা হইবে।
তিনি জনসাধারণকে এই সব সরকারী কর্মচারীদের তালিকা প্রণয়ন করিতে আহ্বান জানান। তিনি বলেন যে, বর্তমান শাসনামলে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বাড়িয়াই চলিয়াছে এবং যাহার মূল্য বাড়িতেছে তাহার আর কমিবার নাম নাই কিম্বা তাহাকে কমাইবারও চেষ্টা করা হয় নাই।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব