You dont have javascript enabled! Please enable it! 1964.12.15 | বৈদ্যের বাজারে গ্রামে বিরােধীদলের জনসভা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৫ই ডিসেম্বর ১৯৬৪

বৈদ্যের বাজারে গ্রামে বিরােধীদলের জনসভা

(ষ্টাফ রিপাের্টার)
সম্মিলিত বিরােধী দলের স্থানীয় কমিটির উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর ঢাকা জেলার বৈদ্যের বাজার থানার অন্তর্গত মগরাপাড়া হাইস্কুল প্রাঙ্গণে এক জনসভা হইবে। প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ও পূর্ব পাকিস্তান মােছলেম লীগ (কাউন্সিল) এর সাধারণ সম্পাদক মােহাম্মদ শফিকুল ইসলামসহ বিরােধী দলীয় কয়েকজন নেতা এই সভায় বক্তৃতা করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব