You dont have javascript enabled! Please enable it! 1964.11.27 | দেশের রাজনৈতিক পরিস্থিতি- পিণ্ডিতে কপ’ নেতৃবৃন্দের মধ্যে আলােচনা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৭শে নভেম্বর ১৯৬৪

দেশের রাজনৈতিক পরিস্থিতি
পিণ্ডিতে কপ’ নেতৃবৃন্দের মধ্যে আলােচনা

রাওয়ালপিণ্ডি, ২৬শে নবেম্বর। আজ সকালে মাকাদ হাউসে সম্মিলিত বিরােধীদলের নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মিলিত বিরােধীদলের জনৈক মুখপাত্র বলেন, নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পূৰ্ব্ব পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের নির্বাচন সম্পর্কে আলােচনা করেন। উক্ত মুখপাত্র পূর্ব পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের নির্বাচনকে অভূতপূর্ব বলিয়া উল্লেখ করেন। সভায় মিস জিন্না, চৌধুরী মােহাম্মদ আলী, শেখ মুজিবর রহমান, সরদার শেখ খুরশীদ আলী এবং জনাব আরিফ এফতেখার যােগদান করেন। পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব