আজাদ
২৩শে নভেম্বর ১৯৬৪
মাসুদ সাদিক বলেন
বিরােধী দলের নেতারা অসৎ
…., ২১শে নবেম্বর। – পশ্চিম পাকিস্তানের অর্থ উজীর এবং পশ্চিম পাকিস্তান মােছলেম লীগের সভাপতি জনাব মাসুদ সাদিক অদ্য এখানে বলেন, বিরােধীদলের নেতাদের উদ্দেশ্য অসৎ এবং তাহাদের মধ্যে কোন কোন ব্যক্তিকে তিনি বিশ্বাসঘাতক বলিয়া অভিহিত করেন। নব নির্বাচিত মৌলিক গণতন্ত্রীদের এক সমাবেশে তিনি বিরােধী দলের সমালােচনা প্রসঙ্গে বলেন যে, বিরােধীদলগুলির সম্মিলিত কণ্ঠস্বর অত্যন্ত অদ্ভুত মনে হইতেছে। কারণ মওলানা মওদুদী পাকিস্তানে এছলামী শাসন কায়েম করিতে চাহেন। এবং ন্যাপের নেতৃবর্গ দেশে সাম্যবাদ প্রতিষ্ঠা করিতে চাহেন। নেতৃবৃন্দের সমালােচনা করিয়া শেখ মাসুদ সাদিক বলেন যে, আওয়ামী লীগের শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান হইতে বিচ্ছিন্ন করিতে চান এবং মওলানা ভাসানী ও আবদুল গাফফার খান এক ইউনিট বানচাল করিয়া পশ্চিম পাকিস্তানকে খণ্ড খণ্ড করিতে চান, চৌধুরী মােহাম্মদ আলী সম্পর্কে উজীর সাহেব বলেন যে, তিনি একজন কাপুরুষ। -এ,পি,পি।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব