ইত্তেফাক
৮ই নভেম্বর ১৯৬৪
শেখ মুজিব গ্রেফতার ও জামিনে মুক্তিলাভ
(স্টাফ রিপাের্টার)
গতকল্য (শনিবার) সকালে পুলিশ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানকে তাঁহার বাসভবনে গ্রেফতার করে। ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনারের নির্দেশ বলে তাঁহাকে গ্রেফতার করা হয়। পরে তাঁহাকে ২ হাজার টাকা এবং অনুরূপ অংকের দুইজন জামিনদারের জামিনে মুক্তি দেওয়া হয়। এ্যাডভােকেট জনাব আবদুল মােমিন এবং জনাব নূরুল আহমদ চৌধুরী শেখ মুজিবর রহমানের জামিন থাকেন।
শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২৪-ক ধারা অনুযায়ী মামলা দায়ের করা হইয়াছে। সুনির্দিষ্ট অভিযােগ কি, তাহা জানা যায় নাই। তাঁহাকে আগামী ২০শে নযেম্বর ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনারের নিকট হাজির হইতে নির্দেশ দেওয়া হইয়াছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে ইহা চতুর্থ মামলা। ইহা ছাড়া রাষ্ট্রদ্রোহিতার অভিযােগসহ আরও মােট ৩টি মামলা বিচারধীন রহিয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব