You dont have javascript enabled! Please enable it! 1964.10.18 | আজ সকালে মিস জিন্নার ঢাকা প্রত্যাবর্তন | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৮ই অক্টোবর ১৯৬৪

আজ সকালে মিস জিন্নার ঢাকা প্রত্যাবর্তন

(বিশেষ প্রতিনিধি প্রেরিত)
চট্টগ্রাম ১৭ই অকটোবর।- অদ্য অপরাহে মােহতারেমা মিস জিন্নাহকে বহনকারী ট্রেনটি চট্টগ্রাম হইতে ২৫ মাইল দূরবর্তী সীতাকুণ্ড ষ্টেশনে পৌছিবার পর ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মওলানা ভাসানী ও আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সেখানে নামিয়া মােটর যােগে চট্টগ্রাম গমন করেন।
তাহারা চট্টগ্রামে আয়ােজিত জনসভার স্থানে গমন করিয়া মাদারে মিল্লাতের আগমন পৰ্য্যন্ত সভা চালু রাখেন। মাদারে মিল্লাত রাত্রি প্রায় ৮টায় পূর্ধ্ব পাকিস্তানের সাবেক গবর্ণর জেনারেল আজম খানসহ সভাস্থলে উপস্থিত হন। মাদারে মিল্লাত এবং অন্যান্য নেতৃবৃন্দ আগামীকল্য সকালে পি, আই, এ বিমানযােগে সকালে ঢাকা আগমন করিয়া পুনরায় অল্পক্ষণ পরে যশােরের পথে বিমানে ঢাকা ত্যাগ করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব