আজাদ
২৬শে সেপ্টেম্বর ১৯৬৪
২৯শে সেপ্টেম্বরের ব্যাপক প্রস্তুতি
সর্বত্র সভা শােভাযাত্রা ও হরতাল পালন
(ষ্টাফ রিপাের্টার)
রাজনৈতিক কর্মী, শ্রমিক ও সংবাদপত্রের উপর সরকারী নীতির বিরুদ্ধে সম্মিলিত বিরােধী দল আগামী ২৯ শে সেপ্টেম্বর যে নির্যাতন বিরােধী দিবস পালনের আহ্বান জানাইয়াছেন তজ্জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হইয়াছে।
এই দিন প্রদেশব্যাপী সাধারণ হরতাল পালনের জন্য বিভিন্ন স্থানের অসংখ্য প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাইয়াছেন। নির্যাতন বিরােধী দিবসের কর্মসূচী সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গত দুইদিন সম্মিলিত বিরােধী দলের নেতৃবৃন্দ একাধিক বৈঠকে মিলিত হইয়াছেন। এইদিন প্রদেশব্যাপী সাধারণ ধর্মঘট ও হরতাল পালন সম্মিলিত বিরােধী দলের কর্মসূচীর অন্তর্ভূক্ত। ইহা ছাড়া বিকালে তাঁহারা পল্টন ময়দানে এক জনসভার আয়ােজন করিয়াছেন। এই সভা শেষে একটি শােভাযাত্রা বাহির করা হইবে। পল্টনের জনসভায় ন্যাপ প্রধান মওলানা ভাসানী, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, নেজামে এছলামের মওলানা মােসলেহ উদ্দিন, জাতীয় পরিষদের ডেপুটি স্পীকার জনাব আবুল কাসেম ও অধ্যাপক গােলাম আজম প্রমুখ বক্তৃতা দান করিবেন।
বিরােধী দলীয় নেতৃবৃন্দ দলীয় কর্মীদের প্রদেশের অভ্যন্তরভাগে জনসভা, হরতাল ও শােভাযাত্রার আয়ােজন করার নির্দেশ দিয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব