You dont have javascript enabled! Please enable it! 1964.09.05 | আওয়ামী নেতৃবৃন্দের সফরসূচী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৫ই সেপ্টেম্বর ১৯৬৪

আওয়ামী নেতৃবৃন্দের সফরসূচী

(ষ্টাফ রিপাের্টার)
মাদারীপুরে আয়ােজিত এক জনসভায় বক্তৃতা দানের জন্য পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব জহিরুদ্দিন, প্রাদেশিক জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান, জনাব তাজুদ্দিন আহমদ, জনাব নুরুল ইসলাম চৌধুরী, জনাব মােশতাক আহমদ, জনাব মােয়াজ্জেম হােসেন, জনাব শাহ মােয়াজ্জেম হােসেন প্রমুখ নেতা অদ্য শনিবার মােটরলঞ্চযােগে মাদারীপুর যাত্রা করিবেন। মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়ােজন করা হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব