আজাদ
১৮ই আগস্ট ১৯৬৪
ওয়াহিদুজ্জামানের সাম্প্রতিক বিবৃতি
শেখ মুজিবর রহমান কর্তৃক জওয়াব দান
দেশের ছাত্র সমাজ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কেন্দ্রীয় বাণিজ্য উজির জনাব ওয়াহিদুজ্জামান বিগত আজাদী দিবসে যে মন্তব্য করেন তাহার পাল্টা উত্তরে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গতকল্য সােমবার একটি বিবৃতি প্রদান করিয়া উহার নিন্দা করেন। বিবৃতিতে তিনি বলেন যে, ইহা খুবই পরিতাপের বিষয় যে, দেশের ছাত্র সমাজও আওয়ামী লীগের বিরুদ্ধে বিষ উদগীরণের জন্য কেন্দ্রীয় উজির আজাদী দিবসের ন্যায় একটি পবিত্র দিনকে বাছিয়া লইলেন। তাঁহার এইরূপ প্রতিহিংসার মূলে কি কারণ থাকিতে পারে, সে সম্পর্কে প্রদেশবাসীকে নূতন করিয়া কিছু বলার প্রয়ােজন নাই।
শেখ ছাহেব বলেন যে, ছাত্রদের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করিয়াছেন, তাহার যথাযথ প্রতি উত্তর ছাত্ররাই দিবেন।
তিনি আরও বলেন যে, ছাত্রগণ যে সগ্রামের পথ বাছিয়া লইয়াছেন, চোখ রাঙ্গানী কিংবা হুমকী প্রদানের মাধ্যমে তাঁহাদের সে পথ হইতে দূরে সরানাে সম্ভব নহে। শেখ মুজিব বলেন যে, নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়া অগ্রসর হইয়াও বর্তামানে আওয়ামী লীগ একটি বিরােধী দল হিসাবে জাগ্রত রহিয়াছে। তিনি প্রশ্ন করেন যে, ১৯৫৪ সালের নির্বাচনে মােছলেম লীগের পরাজয়ের গ্লানি জনাব ওয়াহিদুজ্জামান কি করিয়া এত শীঘ্র ভুলিয়া গেলেন? পরিশেষে তিনি বলেন যে, যদি জনাব ওয়াহিদুজ্জামানের দল এবং তাহার প্রভুরা আসন্ন নিৰ্বাচনে জয়লাভ সম্পর্কে এতই নিশ্চিত হইয়া থাকেন তবে তাহারা যেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হইতে বিধি নিষেধ প্রত্যাহার করিয়া বয়স্ক ভােটাধিকারের ভিত্তিতে আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব