৩১ মার্চ ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- ব্রাহ্মণবাড়িয়া
২৬ – ৩১ তারিখে আখাউড়ায় ইপিআর এর সুবেদার গোলাম আম্বিয়া তার দল নিয়ে শক্ত ডিফেন্স নিয়েছিলেন। তার বিচক্ষনতায় পাকিস্তানী ইপিআর নির্মূল হয় যাদের বেশীর ভাগ বাঙ্গালী ইপিআর ও গ্রামবাসীর হাতে নিহত হয়। তিনি এদিন ক্যাপ্টেন গফফার এর সাথে সংযোগ স্থাপন করেন। আখাউড়ায় বাঙ্গালী ইপিআর অবশিষ্ট পাকিস্তানী ইপিআরদের ঘেরাও করে রাখে। ব্রাহ্মণবাড়িয়াতে ৪ বেঙ্গল যে তিনজন পাকিস্তানী অফিসার আটক করেছিল তাদের আজ তেলিয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভারতীয় সৈন্যদের কাছে হস্তান্তর করা হয়। এই তিন জন পাকিস্তানী সৈন্যরা বাঙ্গালীদের সাথে অতীতে খারাপ ব্যাবহার করেনি বিধায় তাদের বাঁচিয়ে রাখা হয়েছে। ২ বেঙ্গলের একটি ইপিআর দল ক্যাপ্টেন মতিনের কম্যান্ডে পলাশ থানার ডাঙ্গা বাজারে পজিশন নেয়।