You dont have javascript enabled! Please enable it! 1964.06.24 | আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঢাকা প্রত্যাবর্তন | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
২৪শে জুন ১৯৬৪

আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঢাকা প্রত্যাবর্তন

(ষ্টাফ রিপাের্টার)
ময়মনসিংহ জেলায় সপ্তাহব্যাপী সফরশেষে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান এবং আওয়ামী লীগ নেতা খােন্দকার মােশতাক আহমদ গতকল্য (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ হইতে ট্রেনযােগে ঢাকা প্রত্যাবর্তন করেন।
ময়মনসিংহ জেলা সফরকালে নেতৃবৃন্দ কিশােরগঞ্জ, তারাকান্দা, ফুলপুর, গৌরীপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও মােহনগঞ্জে সাফল্যমণ্ডিত জনসভায় এবং কয়েকটি স্থানে কর্মী সম্মেলনে বক্তৃতা করেন। এই সফরের একটি আশ্চর্যময় দিক হইল এই যে, জনসভার দিনে প্রত্যেক স্থানেই সারাদিন প্রবল বারিপাত সত্ত্বেও বিকালে আকাশ পরিষ্কার হইয়া গিয়াছে এবং জনসভা অনুষ্ঠিত হইয়াছে। একমাত্র মােহনগঞ্জে উহার ব্যতিক্রম ঘটে। এখানে জনসভা চলাকালে প্রবল বারিপাত হয়। কিন্তু একজন লােকও মাঠ ত্যাগ করেন নাই। ১৫ মিনিটকাল পরে বৃষ্টি থামিলে সভা যথাযথভাবে চলিতে থাকে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব