ইত্তেফাক
৪ঠা জুন ১৯৬৪
অদ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের ফেনী যাত্রা
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী, নিখিল পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য ও প্রাক্তন চীফ হুইপ খােন্দকার মােশতাক আহমদ, নােয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল মালেক উকিল এম,পি, এ এবং চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম, এ, আজিজ অদ্য (বৃহস্পতিবার) রাত্রে চট্টগ্রাম মেলযােগে ফেনী রওয়ানা হইবেন। নেতৃবৃন্দ আগামীকল্য (শুক্রবার) ফেনীতে, ৬ই জুন শনিবার মীরেরসরাইয়ে, ৭ই জুন কক্স বাজারে এবং ৯ই জুন কুমিল্লায় জনসভায় বক্তৃতা দান করিবেন। প্রত্যেক স্থানেই নেতৃবৃন্দ কর্মী সম্মেলনেও বক্তৃতাদান করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব