You dont have javascript enabled! Please enable it! 1964.06.05 | অদ্য ফেনীতে আওয়ামী লীগ কর্মী সম্মেলন ও জনসভা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৫ই জুন ১৯৬৪

অদ্য ফেনীতে আওয়ামী লীগ কর্মী সম্মেলন ও জনসভা

(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য (বৃহস্পতিবার) রাত্রে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, নিখিল পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য ও প্রাক্তন চীফ হুইপ খােন্দকার মােশতাক আহমদ এবং নােয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল মালেক উকিল এম, পি, এ চট্টগ্রাম মেল যােগে ফেণী রওয়ানা হইয়া গিয়াছেন। নেতৃবৃন্দ অদ্য (শুক্রবার) ফেণীতে আওয়ামী লীগ কর্মী সম্মেলন ও জনসভায় বক্তৃতা করিবেন। নেতৃবৃন্দ আগামীকল্য (শনিবার) মীরের সরাইয়ে, ৭ই জুন কক্সবাজারে এবং ৯ই জুন কুমিল্লায় জনসভা ও কর্মী সম্মেলনে বক্তৃতা করিবেন।
ময়মনসিংহ জেলার সফর সূচী
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, প্রাক্তন চীফ হুইপ খােন্দকার মােশতাক আহমদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব রফিকুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জনাব হাতেম আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব জুলমত আলী খান। এ্যাডভােকেট এবং জনাব জিল্লুর রহমান উকিল ১৫ই জুন হইতে ২২শে জুন পর্যন্ত ব্যাপকভাবে ময়মনসিংহ জেলা সফর করিবেন। নেতৃবৃন্দ ১৫ই জুন। সােমবার কিশােরগঞ্জে, ১৬ই জুন মঙ্গলবার ফুলপুরে ; ১৭ই জুন বুধবার গৌরীপুরে; ১৮ই জুন বৃহস্পতিবার ময়মনসিংহ শহরে; ১৯শে জুন শুক্রবার শেরপুরে; ২০শে জুন শনিবার জামালপুরে; ২১শে জুন রবিবার নেত্রকোনায় এবং ২২শে জুন সােমবার মােহনগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত জনসভায় বক্তৃতা করিবেন। নেতৃবৃন্দ ২৩ শে জুন ঢাকা প্রত্যাবর্তন করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব