You dont have javascript enabled! Please enable it! 1964.05.21 | ২৪শে মে আওয়ামীলীগ নেতৃবৃন্দের ভৈরব সফর | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
২১শে মে ১৯৬৪

২৪শে মে আওয়ামীলীগ নেতৃবৃন্দের ভৈরব সফর

(ষ্টাফ রিপাের্টার)
আগামী ২৪শে মে ভৈরবে আওয়ামী লীগ কর্মী সম্মেলন এবং স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত এক বিরাট জনসভায় বক্তৃতা দানের জন্য প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, প্রাদেশিক আওয়াম লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সম্পাদক জনাব জহিরুদ্দিন, প্রাদেশিক আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যাপক হাফিজ হাবিবুর রহমান, সাবেক চীফ-হুইপ খােন্দকার মােশতাক আহমদ, জনাব জিল্লুর রহমান উকিল, সাবেক এম, পি, এ জনাব সিরাজুল হক, সাবেক পার্লামেন্টারী সেক্রেটারী জনাব আফতাবউদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকেই ভৈরব গমন করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব