You dont have javascript enabled! Please enable it! 1964.05.07 | ‘শাসনতন্ত্র লঙ্ন করিয়া ক্ষমতা কুক্ষিগত করা হইয়াছে’ - শেখ মুজিব | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৭ই মে ১৯৬৪

‘শাসনতন্ত্র লঙ্ন করিয়া ক্ষমতা কুক্ষিগত করা হইয়াছে’
– শেখ মুজিব

(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি)
ঠাকুরগাঁও, ৬ই মে- অদ্য স্থানীয় ফুটবলমাঠে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবর রহমান। বর্তমান সরকারের কার্যকলাপের তীব্র সমালােচনা করিয়া বলেন যে, মােহাম্মদ আইয়ুব খান আনুগত্যহীনতার পরিচয় দিয়াছেন। তাহার উপর দেশের প্রতিরক্ষার দায়িত্ব অর্পণ করা হইয়াছিল ; কিন্তু তিনি উক্ত ক্ষমতার অপব্যবহার করিয়া শাসনতন্ত্র লংঘন করিয়াছেন এবং নিজেই ক্ষমতা কুক্ষিগত করিয়াছেন।
শেখ মুজিবর রহমান বাস্তুত্যাগীদের পুনর্বাসনে সরকারী ব্যর্থতার নিন্দা করেন। তিনি সংখ্যালঘুদের রক্ষারভার জনসাধারণকে গ্রহণ করার আহ্বান জানান।
আওয়ামী লীগ সভাপতি মাওলানা আবদুর রশিদ তর্কবাগিশ সভায়। বক্তৃতাপ্রসঙ্গে দেশকে বর্তমান দুর্দশামুক্ত করার জন্য সংগঠিত রাজনৈতিক দলের গুরুত্ব ব্যাখ্যা করেন। খােন্দকার মােশতাক আহমদ বক্তৃতাপ্রসঙ্গে আওয়ামী লীগের অতীত ইতিহাস ও ভবিষ্যৎ কর্মপন্থা ব্যাখ্যা করেন। সভায় জনাব মতিউর রহমানও বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন জনাব কেরামত আলী। অদ্য নেতৃবৃন্দ নবাবগঞ্জ যাত্রা করিবেন।
পূর্বাহ্নে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এখানে আগমন করিলে তাহাদের বিপুলভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
দলমত নির্বিশেষে কর্মীরা আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাৎ করিয়া দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব