You dont have javascript enabled! Please enable it! 1964.05.08 | দুই অংশের মধ্যে বৈষম্য বৃদ্ধি- কায়েমী স্বার্থবাদীদের বিরুদ্ধে মুজিবের অভিযােগ | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৮ই মে ১৯৬৪

দুই অংশের মধ্যে বৈষম্য বৃদ্ধি
কায়েমী স্বার্থবাদীদের বিরুদ্ধে মুজিবের অভিযােগ

চাপাই নওয়াবগঞ্জ, ৭ই মে। -পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবর রহমান এখানে ঘােষণা করেন যে, কায়েমী স্বার্থবাদী মহলের আন্তরিকতাবিহীন মনােভাবের ফলে দুই অংশের মধ্যে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাইতেছে। গতকল্য স্থানীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতাদান কালে জনাব মুজিবর রহমান উপরােক্ত অভিযােগ করেন। তিনি বলেন যে, পশ্চিম পাকিস্তানবাসীদের বিরুদ্ধে তাহার কোন ক্ষোভ বা আক্রোশ নাই। তবে কায়েমী স্বার্থবাদীরা পূর্ব পাকিস্তানকে ধ্বংস করিয়া লাভবান হইতেছে দেখিয়া তিনি পীড়িত হইয়াছেন। জনসভায় বক্তৃতাদান প্রসঙ্গে জনাব মুজিবর রহমান “ওয়ার্কস প্রােগ্রামকে” বৰ্ত্তমান সরকারের একটি ব্যবসায়ীসুলভ ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযােগ করিয়া বলেন, উক্ত প্রােগ্রাম অনুযায়ী বৎসরে যে ৩০কোটি টাকা ব্যয় করা হয়, তন্মধ্যে ২০কোটি টাকা সরকার নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অপচয় করিতেছেন। আওয়ামী লীগ নেতা জাতির কল্যাণ সাধনের জন্য বৃহত্তর ত্যাগ স্বীকারের প্রয়ােজনীয়তার প্রতি গুরুত্ব আরােপ করেন। প্রসঙ্গক্রমে তিনি জনসাধারণের সংগ্রামকে জোরদার করার উদ্দেশ্যে সহযােগিতা দানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সভায় বক্তৃতাদান কালে মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ছাত্র সমাজের প্রতি কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন এবং তিনি বলেন যে, বর্তমানে উহা নিৰ্যাতন ও নিপীড়নে পরিণত হইয়াছে। সভায় সভাপতিত্ব করেন জনাব রইসুদ্দিন আহমদ, সভায় গৃহীত এক প্রস্তাবে রাজবন্দীদের মুক্তি এবং শাসনতন্ত্রের দ্বিতীয় সংশােধনী বিল প্রত্যাহারের দাবী করা হয়। পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব