ইত্তেফাক
১৫ই এপ্রিল ১৯৬৪
সিলেটের সর্বদলীয় সমাবেশে শেখ মুজিবের বক্তৃতা
দুইজন আইনজীবীর আওয়ামী লীগে যােগদান
(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি)
সিলেট, ১৩ই এপ্রিল- অদ্য সকালে সদর মহকুমা ন্যাশনাল আওয়ামী পার্টির সম্পাদক জনাব লুৎফর রহমানের বাসভবনে সফররত আওয়ামী লীগ সম্পাদকের সম্মানার্থ আয়ােজিত প্রাতঃরাশ অনুষ্ঠানে স্থানীয় সকল পার্টির নেতৃবৃন্দ ও রাজনৈতিক কর্মীদের এক সমাবেশে আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবুর রহমান উদ্বাস্তু সমস্যা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ সম্পাদক ভারত হইতে আগত উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যাপারে পাকিস্তান সরকারের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করেন।
স্থানীয় নেতৃবৃন্দের প্রতি শেখ মুজিব দৃঢ় প্রত্যয় লইয়া কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি কর্মী যে কোন ত্যাগের জন্য প্রস্তুত রহিয়াছে। স্থানীয় প্রভাবশালী আইনজীবী ও এন,ডি,এফ সদস্য জনাব আবদুল হাই ও জনাব জালাল উদ্দীন খান আওয়ামী লীগে যােগদানের কথা ঘােষণা করেন। অদ্য সকালে আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ এখানে আগমন করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব