ইত্তেফাক
২৯শে এপ্রিল ১৯৬৪
আওয়ামী লীগ নেতৃবৃন্দের উত্তর বঙ্গ সফর
১লা মে বগুড়া উপস্থিতি ও কর্মী সম্মেলন ও জনসভায় বক্তৃতা
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, জাতীয় পরিষদ সদস্যা বেগম রােকাইয়া আনােয়ার প্রমুখ আওয়ামী লীগ নেতা আগামী ১লা মে হইতে ১২ই মে পর্যন্ত উত্তরবঙ্গের বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পচাগড়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা প্রভৃতি স্থান সফর করিয়া বিভিন্ন জনসভা ও কর্মী সম্মেলনে যােগদান করিবেন। নেতৃবৃন্দকে সম্বর্ধনা জ্ঞাপন এবং জনসভা ও কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর প্রভৃতি স্থানে ব্যাপক প্রস্তুতি চলিতেছে বলিয়া ঢাকায় প্রাপ্ত সংবাদে জানা গিয়াছে।
প্রস্তুতিকার্য পর্যবেক্ষণের জন্য পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক জনাব মতিউর রহমান অদ্য (বুধবার) উত্তরবঙ্গ যাত্রা করিবেন। তিনি আগামী ১লা মে বগুড়ায় প্রাদেশিক নেতৃবৃন্দের সহিত মিলিত হইবেন। দিনাজপুরে জনাব রহিমউদ্দীন আহমদকে চেয়ারম্যান এবং জনাব আবদুর রহমান চৌধুরীকে সম্পাদক করিয়া ৬৮ জন সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠিত হইয়াছে। এই অভ্যর্থনা কমিটি ৪ঠা মে দিনাজপুরে কর্মী সম্মেলন ও জনসভা এবং ৫ই মে পচাগড় ও ঠাকুরগাঁওয়ে কর্মী সম্মেলন ও জনসভার আয়ােজন করিয়াছে। ১লা মে সকাল ৯টায় নেতৃবৃন্দ বগুড়ায়। পৌছিয়া সকাল ১০টায় স্থানীয় জিন্না হলে জেলা আওয়ামী লীগ কর্মী সম্মেলনে এবং বিকাল ৪টায় এডওয়ার্ড পার্কে জনসভায় যােগদান করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব