You dont have javascript enabled! Please enable it! 1964.02.03 | মার্চে আওয়ামী লীগ কাউন্সিল ও ডেলিগেট অধিবেশন | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৩রা ফেব্রুয়ারি ১৯৬৪

মার্চে আওয়ামী লীগ কাউন্সিল ও ডেলিগেট অধিবেশন

(ষ্টাফ রিপাের্টার)
গত ২৫শে ও ২৬শে জানুয়ারী তারিখে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গতকল্য (রবিবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ঘােষণা করিয়াছেন যে, আগামী ৬ই, ৭ই ও ৮ই মার্চ ঢাকায় পূর্ব পাকিস্তান প্রাদেশিক আওয়ামী লীগের কাউন্সিলর ও ডেলিগেটদের অধিবেশন অনুষ্ঠিত হইবে। গতকল্য শেখ মুজিবর রহমানের বাসভবনে অনুষ্ঠিত ঢাকায় উপস্থিত বিশিষ্ট আওয়ামী লীগারদের এক সভায় উপরােক্ত অধিবেশনকে সাফল্য মণ্ডিত করার জন্য নিম্নোক্ত সাব-কমিটিগুলি গঠন করা হয়। সাবকমিটি গুলির সদস্য কো-অপশনের ক্ষমতা রহিয়াছে।
অর্থ সাব-কমিটির আহ্বায়ক জনাব মুহিবুস সামাদ; সদস্যগণ- জনাব জহিরুদ্দিন; জনাব মতিউর রহমান; জনাব নূরুল ইসলাম চৌধুরী; হাফেজ মােহাম্মদ মুসা ও জনাব এ, কে, এম, শামসুজ্জোহা। এ্যাকমােডেশন সাবকমিটির আহ্বায়ক গাজী গােলাম মােস্তফা, সদস্যগণ- জনাব আজিজ আহমদ, জনাব সিরাজুল ইসলাম, মােল্লা জালাল উদ্দিন আহমদ এ্যাডভােকেট; জনাব জিল্লুর রহমান এ্যাডভােকেট; প্রাক্তন এম, পি, এ বেগম আমেনা খাতুন ও জনাব নূরুল আহমদ চৌধুরী। প্রচার সাব-কমিটি ? আহ্বায়ক জনাব আবুল হােসেন এ্যাডভােকেট; সদস্যগণ- জনাব সিরাজুল হক এ্যাডভােকেট, শাহ মােয়াজ্জেম হােসেন; প্রাক্তন এম, পি, এ খােন্দকার মােশতাক আহমদ এবং প্রাক্তন এম, পি, এ বেগম বদরুন্নেসা আহমদ। গতকল্যকার সভার শুরুতে শহীদ নজির আহমদের আত্মার কল্যাণ কামনা করিয়া ফাতেহা পাঠ করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব