আজাদ
১২ই নভেম্বর ১৯৬৩
প্রাদেশিক আওয়ামী লীগের সম্মেলন
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান ঘােষণা করিয়াছেন যে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পৰ্যালােচনার জন্য আগামী ২৩শে নবেম্বর প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি এবং জেলা কমিটিগুলির প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের এক সম্মেলন শুরু হইবে।
আগামী ২৩শে নবেম্বর সন্ধ্যা ৬টায় জনাব আতাউর রহমান খানের বাসভবনে। এই বৈঠক শুরু হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব