আজাদ
২২শে নভেম্বর ১৯৬৩
১লা ডিসেম্বর প্রদেশব্যাপী দাবী দিবস পালন
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রাদেশিক কমিটির সিদ্ধান্ত গ্রহণ
(স্টাফ রিপাের্টার)
গতকল্য বৃহস্পতিবার জনাব নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পূৰ্ব্ব পাকিস্তান কমিটির এক সভায় প্রাপ্তবয়স্কদের ভােটাধিকার ব্যবস্থা, মৌলিক অধিকার দান এবং খাজানা ও ট্যাক্সের হার হ্রাসের দাবীতে আগামী ১লা ডিসেম্বর সমগ্র প্রদেশব্যাপী দাবী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হইয়াছে।
কমিটি এই দিবসটিকে জনসভা ও শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠান দ্বারা পালনের জন্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সকল অঙ্গ দল ও সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানাইয়াছে।
বৈঠকে জনাব নূরুল আমীনসহ জনাব আবদুর রশীদ তর্কবাগীশ, হাজী মােহাম্মদ দানেশ, জনাব মাহমুদ আলী, পীর মােহসেন উদ্দীন, শেখ মুজিবর রহমান ও জনাব মােহাম্মদ সােলায়মান যােগদান করেন।
পিপিএ’র এক খবরে প্রকাশ, উক্ত সভায় কমিটির সদস্য ছাড়াও জনাব আতাউর রহমান খান, জনাব ইউসুফ আলী চৌধুরী, সৈয়দ আজিজুল হক, জনাব কামরুজ্জামান এম,পি,এ; জনাব খয়রাত হােসেন ও আবদুল মােস্তাকিম চৌধুরীও উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব