প্রধানমন্ত্রীর সঙ্গে আলােচনার ফল সন্তোষজনক
মুখ্যমন্ত্রী
কলকাতা, ৬ জুন (ইউএনআই) মুখ্যমন্ত্রী শ্রীঅজয়কুমার মুখােপাধ্যায় আজ এখানে এক সাক্ষাৎকারে বলেন যে, বাঙলাদেশের শরণার্থী সমস্যা নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের যে আলােচনা হয়েছে তা সন্তোষজনক। শরণার্থীদের অপসারণের যে প্রস্তাব রাজ্যসরকার করেছেন কেন্দ্র তা স্বীকার করে নিয়েছে। কিন্তু শুধু প্রস্তাবটি মেনে নিলেই সমস্যার সমাধান হবে না, এই বিরাট দায়িত্ব পাললেন জন্য প্রচণ্ড প্রয়াস দরকার।
তিনি বলেন, কেন্দ্র পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছে এবং অব্যাহত শরণার্থী আগমনের ফলে যে অভূতপূর্ব পরিস্থিতির উদ্ভব হয়েছে তার মােকাবিলা করার জন্য কেন্দ্র সম্ভাব্য সমস্ত সহায় সম্পদ একত্র করে কাজে লাগাবার জন্য চেষ্টা করছে।…
সূত্র: কালান্তর ৭.৬.১৯৭১