সংবাদ
৯ই অক্টোবর ১৯৬২
মফস্বলের জননেতাদের সহিত সােহরাওয়ার্দীর বৈঠক
ঘরে ঘরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বাণী পৌছানাের বিষয় আলােচনা
ঢাকা, ৮ই অক্টোবর (এ,পি,পি)। -ঢাকায় অবস্থানরত মফস্বলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ আজ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দীর সহিত তাঁহার বাসভবনে ব্যক্তিগত ও যৌথভাবে সাক্ষাৎ করেন। জানা গিয়াছে যে, তাঁহাদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমর্থনে ঐক্যবদ্ধ জনমত গড়িয়া তােলার বিষয় সম্পর্কে বিস্তারিত আলােচনা হয়। আরও জানা গিয়াছে যে, জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দী প্রদেশের প্রতিটি গ্রামে জাতীয় ফ্রন্টের বাণী পৌছাইয়া দেওয়ার প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ করেন। এখানে উল্লেখযােগ্য যে, প্রাক্তন আওয়ামী লীগ প্রধান ঝটিকা সফরের মাধ্যমে প্রদেশের বিভিন্ন জেলায় আয়ােজিত ছয়টি জনসভায় বক্তৃতা করিবেন। তিনি তাঁহার সফরের প্রথম পর্যায়ে আগামী ১২ই অক্টোবর বিমানযােগে যশাের যাত্রা করিবেন। ময়মনসিংহ হইতে এ,পি,পি পরিবেশিত খবরে বলা হয় যে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা জনাব সােহরাওয়ার্দী আগামী ২৩ শে অক্টোবর এখানে আগমন করিবেন। তিনি তথায় সার্কিট হাউস প্রাঙ্গণে আয়ােজিত জনসভায় বক্তৃতা করিবেন। পূর্ব পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব নূরুল আমীন সম্ভবতঃ উক্ত সভায় সভাপতিত্ব করিবেন। প্রাক্তন প্রাদেশিক মুখ্যমন্ত্রী জনাব আবু হােসেন সরকার ও জনাব আতাউর রহমান খান, মুসলিম লীগ-নেতা শাহ আজিজুর রহমান, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ও জাতীয় ফ্রন্টের অন্যান্য নেতা উক্ত সভায় বক্তৃতা করিবেন। গতকল্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের স্থানীয় নেতা ও কর্মীদের এক বৈঠকে জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দী ও অন্যান্য নেতাকে বিপুল সম্বৰ্ধনা জ্ঞাপনের জন্য একটি সম্বৰ্ধনা কমিটি গঠন করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব