সংবাদ
২৫শে আগস্ট ১৯৬০
শেখ মুজিবরের মামলার তৃতীয় দিবসের শুনানী
ঢাকা, ২৪শে আগষ্ট (এ,পি,পি)।-প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী জনাব শেখ মুজিবর রহমান ও কাজী আবু নাসেরের বিরুদ্ধে আনীত ফৌজদারী অসাদচরণের মামলার শুনানীর তৃতীয় দিনে দিনাজপুরের জেলা ম্যাজিষ্ট্রেটসহ সরকার পক্ষের তিন জন স্বাক্ষীর সাক্ষ্য পরীক্ষা করা হয়। দিনাজপুরের বর্তমান জেলা ম্যাজিষ্ট্রেট এবং বাণিজ্য, শ্রম ও শিল্পদফতরের প্রাক্তন ডেপুটি সেক্রেটারী জনাব আবুল খায়ের আদালতের সম্মুখে বলেন যে, সরকারী দলিলপত্র হইতে ইহাই প্রমাণিত হয় যে, হাসান আহমেদ কোম্পানী ও কয়লা সংগ্রহ ও বিতরণকারী অন্য কোন কোম্পানীর এজেন্সি বাতিল করার কোন সুপারিশ সেক্রেটারিয়েট হইতে করা হয় নাই এবং কোলমাইনিং এণ্ড ট্রেডিং কোম্পানীকে এজেন্সী দানের সুপারিশও করা হয় নাই।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব