সংবাদ
২৫শে মে ১৯৬০
শেখ মুজিবের মামলা
ঢাকা, ২৪ শে মে (এ,পি,পি)।- স্পেশাল জজ জনাব এ, এস, এম, রাশেদের এজলাসে শেখ মুজিবুর রহমান ও তাঁহার ভ্রাতার বিরুদ্ধে আনীত মামলায় অদ্য শিল্প উন্নয়নের প্রাক্তন ডিরেক্টরসহ বাদীপক্ষের আরও আটজন। সাক্ষীকে জেরা করা হয়। আগামীকল্য বিবাদীপক্ষ হইতে তদন্তকারী অফিসারকে জেরা করা হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব