৩০ মার্চ ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধঃ- বগুড়া
মেজর নাজমুল বগুড়ায় আসেন। ডিসি খানে আলমের সাথে দেখা করেন। পরে ছাত্র ইউনিয়ন কর্মী জিন্নাহের বাসায় হাই কম্যান্ডের সাথে বৈঠক করেন। সকাল ১০ টায় পাক বাহিনী বগুড়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মর্টার হামলা শুরু করে। দুপুরে গোলাবর্ষণ বন্ধ হয়। এসময়ে বগুড়ায় বিমান হামলা হয়। হামলা কমে আসলে মেজর নাজমুল সার্কিট হাউজে অবস্থান নেন। এডভোকেট গাজিউল হক নাজমুল হকের সাথে সঙ্গ দেন। ক্যাপ্টেন গিয়াস কিছু ইপিআর বাহিনী নিয়ে বগুড়া আসেন। তিনি বগুরা পুলিশ লাইন পরিদর্শন করেন। ক্যাপ্টেন গিয়াস তার সাথে আনা হাবিলদার আলী আকবরকে ২৫ জন ইপিআর সহ পুলিশ লাইনের দায়িত্ব দেন। ক্যাপ্টেন গিয়াস নওগাঁতে ফিরে যান। ক্যাপ্টেন গিয়াস এর সাথে আসা সুবেদার মকিব তার দল নিয়ে বগুড়া রেল স্টেশনে অবস্থান নেন। হাবিলদার আলী আকবর তার বাহিনী বগুড়ার ছাত্র যুবক সমন্বয়ে গড়া দল নিয়ে মুজিবুর রহমান মহিলা মহাবিদ্যালয়ে পাকিস্তানী বাহিনীর উপর আক্রমন করেন। আক্রমনে পরাজিত হয়ে ওয়ারলেস ষ্টেশন ও একটি পেট্রোল পাম্পে আগুন দিয়ে মাঝ রাতে তারা ৩০-৩২ টা গাড়ী নিয়ে রংপুরের দিকে চলে যায়।