You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের অসহযােগিতায় মাল খালাস হচ্ছে না | কালান্তর - সংগ্রামের নোটবুক

চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের অসহযােগিতায় মাল খালাস হচ্ছে না

আগরতলা, ২ সেপ্টেম্বর (ইউ এন আই) – চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের অসহযােগিতার ফলে বন্দর কর্তৃপক্ষ মহা ফাঁপরে পড়েছে মাল খালাস হচ্ছে না। হুমকি দিয়ে করানাের চেষ্টা হচ্ছে, ফলে সে ক্ষেত্রেও প্রচণ্ড দেরী হচ্ছে বলে জানা গেছে।
এছাড়াও বন্দরে মুক্তিবাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। মুক্তিবাহিনীর স্বেচ্ছাসেবকরা বিশেষ করে পুলিস ও সেনাদলের ওপর আক্রমণ চালাচ্ছে।
গত ২৭ ও ২৮ আগস্ট পঞ্চগড় ও ঠাকুরগাঁও অঞ্চলে গেরিলারা শত্রু পক্ষের তেল ও কয়লা সরবরাহের ওপর সফল আক্রমণ চালিয়ে সরবরাহ ব্যবস্থা বানচাল করে দিয়েছে।
মুক্তিবাহিনীর আক্রমণ যত তীব্র হচ্ছে সামরিক কর্তৃপক্ষের বাংলাদেশের জনগণের ওপর অত্যাচারের সীমা ততই বেড়ে চলেছে।
ওপার থেকে পাওয়া সংবাদে জানা গেছে যে বাঙলাদেশের ছাত্ররা বার্ষিক সরকারী পরীক্ষা বয়কট করায় ছাত্রদের পিতাদের ওপর সামরিক কর্তৃপক্ষ প্রতিহিংসামূলক আচরণ গ্রহণ করে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করছে।
সম্প্রতি শ্রীহট্ট রণাঙ্গনে সেনাবাহিনী ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে ১৫ হাজার লােককে গৃহহীন করেছে।

সূত্র: কালান্তর, ৩.৯.১৯৭১