ঢাকার ৯ জন বিশিষ্ট শিক্ষাবিদ নিহত
নয়াদিল্লী, ৩ এপ্রিল
এখানে পাওয়া খবরে জানা গিয়েছে গত ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানী সেনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকান্ড চালায় তাতে অন্তত ৯ জন বিশিষ্ট শিক্ষাবিদ নিহত হন। নিহতদের মধ্যে ইতিহাস বিভাগের প্রধান ড. হাবিবুল্লা, পদার্থ বিভাগের প্রধান ড. জিনৎ আলী, ইংরেজী বিভাগের প্রধান ড. সারােয়ার মুরশীদ, বাংলা বিভাগের প্রধান ড. আনিসুজ্জামান আছেন। এর আগে পাওয়া খবরে জানা গেল দর্শন বিভাগের প্রধান ড. গােবিন্দচন্দ্র দেব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মুফাজল হায়দার চৌধুরী, ড. এ রশিদ এবং ড. এ মারুফ নিহত হয়েছেন।
-ইউ এন আই
৪.৪.১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ- খন্ড ১৯