২৭ মার্চ ১৯৭১ঃ বিবিসির রিপোর্ট ভিত্তিহীন—সামরিক প্রশাসক ব্রিটিশ ও মার্কিন দুত
ঢাকার সামরিক কতৃপক্ষ গতকালের বিবিসির সংবাদে পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান বাঙ্গালী বিদ্রোহীদের হাতে গুরুতর আহত হয়েছেন বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তা অসত্য এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ঢাকায় সরকারী মুখপাত্র আরও বলেছেন সেনাবাহিনী ঢাকার পূর্ণ নিয়ন্ত্রন নিয়েছে। আওয়ামী লীগ বিদ্রোহীরা কুমিল্লা, চট্টগ্রাম এবং যশোরের নিয়ন্ত্রন নিয়েছে বলে যে সংবাদ প্রচারিত হচ্ছে তাও তিনি অসত্য এবং ভিত্তিহীন বলেছেন। মুখপাত্র বিস্ময় প্রকাশ করে বলেন বিবিসি রেডিও পাকিস্তান এর ভুল বরাত দিয়ে বলেছে শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণার পরপরই গ্রেফতার করা হয়েছে। (এপিপি/ ডন) পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারলেন্ড রাওয়ালপিন্ডিতে পররাষ্ট্র দফতরে হাজির হয়ে সেখানে বলেন পূর্ব পাকিস্তানের কন্সাল জেনারেল আরচার ব্লাড এর বরাত দিয়ে পূর্ব পাকিস্তানে বিদ্রোহীদের সাথে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ চলছে বিবিসি এবং ভোয়া থেকে প্রচারিত সংবাদের কোন সত্যতা নেই। তিনি বলেন ব্লাড এধরনের কোন রিপোর্ট ওয়াশিংটনে পাঠাননি। ব্রিটিশ হাই কমিশনার স্যার সিরিল পিকারড দুপুরে পররাষ্ট্র মন্ত্রনালয়ে হাজির হয়ে বিবিসি এবং ব্রিটিশ মিডিয়াতে প্রচারিত প্রকাশিত পূর্ব পাকিস্তানের ঘটনা প্রবাহের উপর সংবাদের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন।